রাজনীতি হতে হবে সকল মানুষের কল্যাণে

লালদীঘিতে ইনসানিয়াত বিপ্লবের সমাবেশে বক্তারা

আজাদী ডেস্ক | শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:৫৩ পূর্বাহ্ণ

মানবতাভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে গতকাল শুক্রবার নগরীর লালদিঘী ময়দানে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।

মহাসমাবেশে সভাপতির বক্তব্যে ইমাম হায়াত বলেন, জীবন ও জগতের দয়াময় স্রষ্টা প্রদত্ত প্রাকৃতিক রুপরেখায় এবং স্রষ্টার মহান রাসুল নির্দেশিতভাবে রাষ্ট্র ও দুনিয়া এবং রাষ্ট্রীয় ও প্রাকৃতিক সকল সম্পদ কোন এক ধর্মানুসারী বা এক জাতি এক গোষ্ঠীর নয়, আলো বাতাস মাটি পানির মতই সব মানুষের। তিনি বলেন, একক গোষ্ঠীবাদি অপরাজনীতির মাধ্যমে রাষ্ট্রকে কেবল একক সমপ্রদায়একক জাতিএকক গোষ্ঠীর কুক্ষিগত করা দয়াময় স্রষ্টা ও মহান রেসালাতের কর্তৃত্ব অস্বীকার ও মানবজীবন অস্বীকার এবং সত্য ও মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক অপরাধ।

ইমাম হায়াত বলেন, জীবনের সত্য হারিয়ে মানুষ অমানুষ হওয়া, ধর্মের সত্য হারিয়ে ধর্মগুলো অধর্ম পাশবতায় পরিণত হওয়া, মানবজীবনের সকল সংকট ও দুর্দশা এবং চলমান সকল রাষ্ট্রীয় সন্ত্রাসখুনজুলুমলুটবর্বরতাপাশবতাউৎখাতধ্বংসযজ্ঞের মূলে আছে ধর্মের নামের আড়ালে অধর্ম উগ্রবাদি অপরাজনীতি এবং বস্তুবাদি জাতীয়তাবাদী ভাবধারায় মানবতা বিধ্বংসী একক গোষ্ঠীবাদি হিংস্র অপরাজনীতি। তিনি বলেন, মানবতা বিধ্বংসী এই দুই অপরাজনীতির বিভীষিকা থেকে মুক্তির একমাত্র উপায় সর্বজনীন মানবতার রাজনীতি।

ইমাম হায়াত বলেন, প্রাকৃতিক শক্তির পর রাজনীতিই মানবজীবনের প্রধান নিয়ন্ত্রক ও নিয়ামক শক্তি, আর এজন্য রাজনীতি হতে হবে সব মানুষের কল্যাণে সত্যন্যায়মানবতা ভিত্তিক। তিনি বলেন, একক ধর্ম ও মতবাদের ভিত্তিতে নিজ নিজ ধর্ম মতপথ পেশায় নিজেদের অভ্যন্তরীণ দল হতে পারে, কিন্তু রাজনৈতিক দল হতে পারেনা। তিনি বলেন, রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল ও সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক এবং সব মানুষের কল্যাণ ভিত্তিক হতে হবে। একক গোষ্ঠীর দলকে রাজনৈতিক দল স্বীকার করলে মানবজীবন ও রাষ্ট্র অস্বীকার হয় এবং একক গোষ্ঠীর স্বৈরতন্ত্র বৈধতা দেয়া হয়। তিনি বলেন, একক গোষ্ঠীবাদি কুক্ষিগত রাষ্ট্র প্রকৃতপক্ষে রাষ্ট্র নয়, জীবনের কারাগার ও মানবতার কসাইখানা। তিনি বলেন, প্রকৃত ধর্মের নির্দেশিত রাজনীতি মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি।

পূর্ববর্তী নিবন্ধদেড় মাস পর ভেসে উঠল ঝুলন্ত সেতু
পরবর্তী নিবন্ধর‌্যানকন আর্কেড অটো ফিয়েস্তা শুরু