মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, রাজনীতি হওয়া উচিত সেবামূলক। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সঠিক চিকিৎসা পওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। ফ্রি
চিকিৎসা সেবা একটি মানবিক কাজ। সমাজের অসহায় মানুষকে সেবা দেওয়ার এমন মানসিকতা সবার থাকা উচিত। বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান নিঃস্বার্থ উপহার। রক্তের অভাবে দেশে প্রতিবছর অনেক রোগীর প্রাণ সংকটের মুখে পড়ে। রক্তদানের মাধ্যমে আমরা অন্যের জীবন বাঁচাতে পারি। তিনি অসহায় মানুষদের জন্য এমন ফ্রি চিকিৎসার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী দের সাধারণ মানুষের পাশে থেকে সেবা করার আহ্বান জানান। তিনি গতকাল শনিবার উত্তর পাঠানটুলী সুলতান কলোনীতে মরহুমা জিন্নাত আরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ডায়বেটিস ও কিডনি পরীক্ষা, ব্লাডপ্রেশার পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।ফাউন্ডেশনের সভাপতি সুলতান মাহমুদ সুমনের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদল নেতা সুফি ইব্রাহিমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, সদস্য হাজী মো. সালাউদ্দিন। উপস্থিত ছিলেন মো. আলী, ইকবাল হোসেন, মোস্তাফিজুর রহমান বুলু, এম এ হাশেম, হাজী মো. মহসিন, নূর উদ্দিন সোহেল, আবদুল হালিম, আকবর কবির ডিউক, আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা জাহিদ, আহমেদ কবির, আব্দুল হাকিম, রাজিবুল, হাসান রানা, মো. আলমগীর, আকরাম খান, ফারুক আহমদ, মো. ওয়াসিম, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন, মো. সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।