ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, সমাজের পশ্চাৎপদ, অবহেলিত তথা আর্ত মানবতার কল্যাণসাধন রাজনীতির মূল প্রতিপাদ্য হলেও ভিন্ন চেহারায় দৃশ্যমান বর্তমান রাজনীতি। রাজনীতি এখন একটি মহলের কাছে কুক্ষিগত। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে মহানগর ইসলামিক ফ্রন্টের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন- মোহাম্মদ রফিক কোম্পানি।
সভাপতিত্ব করেন নগর সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর। বিশেষ ছিলেন- স ম হামেদ হোসাইন, মাওলানা জসিম উদ্দিন তৈয়বী। মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হলিমের পরিচালনায় সম্মেলনে-শুভেচ্ছা বক্তব্য দেন-এম মহিউল আলম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












