‘রাজনীতির জন্য হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করলো কারা’ – রাধাষ্টমীর অনুষ্ঠানে জামায়াত আমির শাহাজাহান

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:১৬ অপরাহ্ণ

হাটহাজারী মেখল ইউনিয়নস্থ পুন্ডরীক ধামে রাধাষ্টমীর দ্বিতীয় অধিবেশনে চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, যদি সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করতে চান, তাহলে পাপকাজ যেগুলো রয়েছে সেগুলো যেমন মুসলিমদের জন্য পরিতাজ্য, ঠিক তেমনি হিন্দু বৌদ্ধদের জন্যও পরিতাজ্য। কোনো ধর্মই খারাপ কিছুকে স্বীকৃতি দেয়নি। প্রত্যেক ধর্মই মানবতার কথা বলেছে, মানুষের কথা বলেছে।

বুধবার (১১ সেপ্টম্বর) বেলা এগারটার দিকে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জামায়েতের রাজনীতি মানুষের জন্য এবং মানবতার কল্যাণের জন্য। আপনি সনাতনী, আমি মুসলিম। আমি আপনার কাছ থেকে দূরে থাকবো, এই শিক্ষা ইসলাম দেয়নি। ইসলাম অমুসলিমদের জন্য ভালোবাসা ও নিরাপত্তার কথা বলেছে। সুযলা সুফলা শষ্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। অত্যন্ত সুন্দর একটি বাংলাদেশ। আমাদের মধ্যেতো কোনো বিভেদ ছিল না। কারা রাজনীতির জন্য হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করলো। দেশ আমাদের আপনার সবার। কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু হবে না। আমরা বাংলাদেশি, আমরা এক।

পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী। আর্শীবাদক ছিলেন পাচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ রবীশ্বরানন্দ পুরী মহারাজ, বাঁশখালী ঋষিধামের মোহন্ত শচ্চিতানন্দ পুরী মহারাজ, অক্ষরানন্দ পুরী মহারাজ, নন্দনকানন ইসকন মন্দিরের সহ সভাপতি আকিঞ্চন গৌর দাস।

সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম মহানগর শিবিরের সভাপতি ফখরুল ইসলাম বাবু, হাটহাজারী উপজেলা জামায়াতের আমীর প্রকৌশলী সিরাজুল ইসলাম, হাটহাজারী পৌরসভা জামায়াতের আমির মিজানুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সদস্য সচিব জুয়েল চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হাটহাজারী শাখার সভাপতি গৌবিন্দ প্রসাদ মহাজন।

পূর্ববর্তী নিবন্ধচেয়ার দখল করে বসে থাকার জন্য ক্ষমতা আসেনি- হাটহাজারী মাদ্রাসায় উপদেষ্টা আ ফ ম খালিদ
পরবর্তী নিবন্ধদুর্নীতিবাজ চাঁদাবাজ টেন্ডারবাজদের শক্ত হাতে দমন করতে হবে