রাজনীতিতে শিক্ষিত নাগরিকের ভূমিকা

মো.আবু তারেক | রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

কেবল শিক্ষিত নাগরিকদের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে দেশকে সুষ্ঠু ও সঠিক পথে পরিচালিত করা সম্ভব হবে। এছাড়াও সকলের অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করণে নিষ্ঠাবান ও সৎ রাজনৈতিক নেতার বিকল্প নেই। পৃথিবীর যত বড় বড় নেতা আজকে চির স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন তাদের জ্ঞান ও প্রজ্ঞা ছিলো অনন্য যেটা স্বয়ং জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী থেকে দৃশ্যমান। একজন শিক্ষিত নেতা সমাজের মানুষদের দুঃখ- দুর্দশা সহজে অনুধাবন করতে পারেন এবং সমাজের মানুষের সাথে মিশে গিয়ে তাদের চাওয়া পাওয়া কিংবা দেশের অরাজকতা দমনে যথাযথ আইন প্রণয়নে সদা সচেষ্ট থাকেন। একজন রাজনৈতিক নেতাকে দেশ শাসনের গদিতে বসানোর উদ্দেশ্য একমাত্র তাদের দুঃখ দুর্দশা তুলে ধরা এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করা। একজন সুশিক্ষিত নেতার নীতি-নৈতিকতা, মনুষ্যত্ব ও চরিত্র তার কর্মকাণ্ডের মাধ্যমে ফুটে উঠে। যার দরুণ তার জনগণের অধিকার লঙ্ঘনের ব্যাপারে অধিক সচেতন থাকে। একটি দেশকে উন্নয়নের কাতারে উঠাতে অর্থনৈতিক উন্নয়নের কোনো বিকল্প নেই। তাই অর্থনৈতিক কিংবা কুটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে অন্যান্য দেশের সাথে যোগাযোগ ছাড়া সম্ভব নয়। যেটা একমাত্র সুশিক্ষিত নেতার মাধ্যমে সম্ভব। তাই রাজনীতির কালো অধ্যায়ের দোহায় দিয়ে দেশের চালানোর ভার অযোগ্যদের হাতে ছেড়ে দিলে দেশের উন্নতি কল্পনা করা কখনো সম্ভব নয়। তাই দেশের রাজনীতিতে শিক্ষিত নাগরিকদের অংশগ্রহণ এবং দেশ পরিচালনায় নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধওদের শান্তিতে থাকতে দিন
পরবর্তী নিবন্ধজামাল নজরুল ইসলাম জাতীয় কনফারেন্স : তরুণ গবেষকদের নতুন প্ল্যাটফর্ম