রাজঘাটায় স্পিড ব্রেকার চাই

| শুক্রবার , ২ এপ্রিল, ২০২১ at ৪:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার রাস্তায় মারাত্মক দুর্ঘটনাপ্রবণ মোড়ের সংখ্যা অনেক। যা বিশ্বরোডে থাকা উচিত নয়। কক্সবাজার সারা বিশ্বের প্রাকৃতিক সৌন্দর্য এবং দীর্ঘতম সমুদ্র সৈকতের অন্যতম পর্যটন নগরী। কিন্ত দুঃখের বিষয় যে রাস্তা দিয়ে দেশি বিদেশি পর্যটক যাতায়াত করবে সেই রাস্তার অবস্থা খুবই নাজুক ছোট এবং ঝুঁকিপূর্ণ মোড়, রাস্তা ছোট হওয়ার কারণে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দুর্ঘটনার খবর শুনতে হয়।বলতে গেলে মৃত্যুর মিছিল। কেন এত অবহেলিত চট্টগ্রাম কক্সবাজার সড়ক? উন্নয়নের মহাসড়কে এই সড়কটা কেন গণ্য হচ্ছে না বুঝতে পারছি না। এমপি, মন্ত্রী বা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসা যাওয়া করে তারা কি দেখে না এই রাস্তাটা বড় করা দরকার এবং ঝুঁকিপূর্ণ মোড়গুলো সোজা করা অতিব জরুরি। আর কতো অকাল মৃত্যু হলে এই রাস্তা চারলাইন এবং মোড়গুলো সোজা হবে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন চট্টগ্রাম -কঙবাজার সড়ক চারলেইন করে মোড়গুলো সোজা করা এবং ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে স্পিড ব্রেকার দেওয়া হউক। বিশেষ করে লোহাগাড়া থানার অন্তর্গত রাজঘাটায় একটি স্পিড ব্রেকার খুবই দরকার।
সাইফুল হাসান সাগর, রাজঘাটা, লোহাগাড়া।

পূর্ববর্তী নিবন্ধএমিল জোলা : বৈরী স্রোতের শিল্পী
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যবিধির সীমানা