রাজকুমার : চোখে পানি ধরে রাখতে পারেননি সেন্সর বোর্ডের সদস্যরা

| শনিবার , ৬ এপ্রিল, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

প্রেক্ষাগৃহে মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ঢাকাই সিনেমার সুপাস্টার শাকিব খানের ঈদের সিনেমা রাজকুমার। সিনেমাটি মুক্তি পাচ্ছে আসন্ন রোজার ঈদে। ছাড়পত্র পাওয়ার খবর দিয়ে গ্লিটজকে ‘রাজকুমার’র প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার ও প্রযোজক আরশাদ আদনান বলেছেন, সিনেমাটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, বৃহস্পতিবার রাজকুমার সিনেমার সেন্সর ছাড়পত্র পেলাম। সেন্সর বোর্ড থেকে সিনেমা দেখে অনেক প্রশংসা করেছে। একজন সদস্য আমাকে কল দিয়ে বলেছেন, সিনেমা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। কি সিনেমা বানিয়েছ! এমন সিনেমা বাংলাদেশে আগে দেখা যায়নি। সবাই প্রশংসা করেছে। খবর বিডিনিউজের।

ঈদে কতগুলো হলে সিনেমাটি চলবে, সেই প্রশ্নে আদনান বলেন, সমস্ত বড় বড় হলগুলো আমরা আগেই বুকিং করে ফেলেছি। আমাদের বড় সিনেমা, ভালো দামে বুকিং করব এটাই স্বাভাবিক। অনেক দাম, চড়া দাম কথা কিন্তু তেমন নয়। আমরা ভালো দামে সিনেমাটি মুক্তি দিতে পারছি। এরকম দামে বাংলাদেশের কোনো সিনেমা এর আগে বুকিং হয়নি। এই প্রযোজক বলেন, হল সংখ্যা চিন্তা করলে বেছে বেছে ভালো হলগুলোতে সিনেমা দিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধপ্রভা-আলভী জুটির ‘ভিআইপি জামাই’
পরবর্তী নিবন্ধবৈশাখে হানিফ সংকেতের বিশেষ ‘পাঁচফোড়ন’