রাজকীয় কঠিন চীবর দান নিয়ে রাউজানে এলেন থাই উপপররাষ্ট্র সচিব

রাউজান প্রতিনিধি | রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

থাই রাজার দেয়া রাজকীয় কঠিন চীবর দান নিয়ে রাউজানের বিনাজুরী ইউনিয়নের বৌদ্ধ বিহারে এসেছেন থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপররাষ্ট্র সচিব (ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি) সারুন চারোয়েনসুয়ান। তিনি বিনাজুরী ইউনিয়নের পশ্চিম বিনাজুরী শ্মশান বিহারে এ দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয়গুরু একুশে পদকপ্রাপ্ত সংঘরাজ জ্ঞানশ্রী মহাথেরোর হাতে আনুষ্ঠানিকভাবে তার দেশের রাজকীয় কঠিন চীবর দান তুলে দেন।

গতকাল শনিবার এ উপলক্ষে আয়োজন করা হয় এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশ বরেণ্য বৌদ্ধ ভিক্ষুগণ। সংশ্লিষ্ট সূত্র মতে থাইল্যান্ডের রেওয়াজ অনুসারে প্রতিবছর থাই সরকার রাজার পক্ষে একটি দেশকে এই রাজকীয় কঠিন চীবর দান প্রদান করেন। এবার দেশটি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে এই দানের জন্য বাংলাদেশকে নির্বাচন করেছে।

অনুষ্ঠানে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপররাষ্ট্র সচিব সারুন চারোয়েনসুয়ানের সাথে ছিলেন ১৬ সদস্য একটি টিম। অনুষ্ঠানে তাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, বিনাজুরী ইউপি চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়াসহ বিহারের উপাসক-উপসিকা ও দায়ক-দায়িকাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে স্ট্রোক সেন্টারের কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধস্ট্রোক হলে দ্রুত পদক্ষেপ সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ায়