রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেরা প্রজেক্ট পুরস্কার পেয়েছে আলমশাহ্ পাড়া কামিল (এম এ) মাদ্রাসা। সম্প্রতি উপজেলার শিশুমেলা মডেল স্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। তিনি মাদ্রাসার শিক্ষার্থী আমিমুল ইহসান ইসমামের হাতে এই পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। আলমশাহ্ পাড়া কামিল মাদ্রাসা সেরা প্রজেক্ট ছাড়াও বির্তক ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার লাভ করে। প্রেস বিজ্ঞপ্তি।