রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদরাসায় পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীর। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ও মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার। প্রধান ওয়ায়েজ ছিলেন মাওলানা হারুনুর রশিদ।

পূর্ববর্তী নিবন্ধধর্মীয় শিক্ষাই উদ্বুদ্ধ করতে পারলেই আদর্শ সমাজ গড়া সম্ভব
পরবর্তী নিবন্ধমহানগর উত্তর ছাত্রসেনার প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি