চট্টগ্রামের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বনবিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে কেটে আনা ৩৫০ ঘনফুট সেগুন কাঠ আটক করেছে বনবিভাগ। যার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষাধিক টাকা।
কোদালা বনবিট কর্মকর্তা নবীর কুমার ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে কাঠগুলো জব্দ করা হয়। তবে এ সময় কাউকে পাওয়া যায়নি। কাঠগুলো রাঙ্গুনিয়া রেঞ্জের পোমরা বনবিটে নিয়ে আসা হয়েছে। রাঙ্গুনিয়া রেঞ্জের দক্ষিণ নিশ্চিন্তাপুর নজুরপাড়া বাগান থেকে সেগুন ও কড়ই গাছ সম্ভবত দুয়েকদিনের কোনো এক সময় কাটা হয়েছিল।
সহকারী বন সংরক্ষক শীতল পাল বলেন, সংরক্ষিত কোদালা বন বিট থেকে সেগুন কাঠ কাটা বন্ধে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। বাগানে টহল জোরদার করেছি। সেগুন আটকের ঘটনায় বন আইনে মামলারর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, সম্প্রতি রাঙ্গুনিয়ার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল থেকে মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে পাচারকারী প্রভাবশালী সিন্ডিকেট। গত ১৫ দিনে শুধুমাত্র কোদালা বনবিটের সংরক্ষিত সেগুন বাগান থেকে কয়েক শত সেগুন গাছ কেটে পাচার করেছে তারা। বনবিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে বনাঞ্চল উজাড় করা হচ্ছে বলে দাবি সচেতন মহলের।