রাঙ্গুনিয়ায় ৭ জনের পরীক্ষায় ৪ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল রবিবার ৪ জনের পরীক্ষায় ২ জনের ও আজ সোমবার ৩ জনের পরীক্ষায় ২ জনের ডেঙ্গু শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব প্রসাদ চক্রবর্তী বলেন, “চলতি মাসে দুই দিনে ৭ জনের পরীক্ষায় ৪ জনের দেহে ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। গত মাসে একজনের ডেঙ্গু শনাক্ত হয়। ডেঙ্গু শনাক্ত সকলের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালি এলাকায়।”