রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনটি ড্রেজার মেশিন ধ্বংস ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (৩০ মে) দুপুরে উপজেলার শান্তিনিকেতন, দক্ষিণ রাজানগরের রাজারহাট ও বেতাগী এলাকায় পৃথক এই অভিযান চালানো হয়।
এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি বালুখেকো চক্র।
বালু উত্তোলন ও ট্রাকে পরিবহনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার সড়কগুলো নষ্ট হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় উপজেলার দক্ষিণ রাজানগরে রাজারহাট ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংস করে দেওয়া হয়।
তখন ধৃত দু’জন থেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, শান্তিনিকেতন এলাকার পৃথক দু’টি স্থানে ইছামতী নদী থেকে অবৈধ বালু উত্তোলন কাজে আরও দু’টি ড্রেজার মেশিন ধ্বংস করে দেওয়া হয়।
এছাড়া, বেতাগী এলাকার স-মিল ঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় বালু তোলার মেশিনসহ একটি নৌকা।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। বালুমহাল আইনে বালু উত্তোলনকারীদের জরিমানাসহ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।”