রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় গতকাল শনিবার বেলা ১১টায় সড়কের পাশ থেকে মো. আল আমিন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আল আমিন গাজীপুর শ্রীপুর উপজেলার নারায়নপুর গ্রামের মো. শহিদ ইসলামের ছেলে। তার পকেটে থাকা আইডি কার্ড থেকে এই পরিচয় পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ভোর ৭টার দিকে স্থানীয়রা চট্টগ্রাম–রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার ইসলামপুর গাবতল এলাকার পূর্বপাশে লাশটি পড়ে থাকতে দেখেন। মরদেহটির বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইসলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী বলেন, নিহত যুবক সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান এন.ডি.ই কোম্পানি লিমিটেডের দারোয়ান হিসেবে কর্মরত ছিল বলে জেনেছি। ভোর ৭টার দিকে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাকে জানালে আমি থানায় খবর দিই।
রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির মাথায় একটি আঘাতের চিহ্ন দেখা গেছে। এটি সড়ক দুর্ঘটনা না হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।