রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাশ্রমে সড়কের পার্কিং জোন সংস্কার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যানজট নিরসনে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম।
গতকাল রোববার রোয়াজারহাটে তার বিশেষ উদ্যোগে বেহাল ফুটপাত সংস্কার করা হয়েছে। ফুটপাতের আবর্জনা পরিস্কার করে তাতে ইট ও বালি দিয়ে সংস্কার করা হয়। তার নেতৃত্বে এদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত স্বেচ্ছাশ্রমে সড়কের পার্কিং জোন সংস্কার কাজে অংশ নেন রোয়াজারহাট ব্যবসায়ী সমিতি, সিএনজি-অটোরিকশা সমিতি ও রাঙ্গুনিয়া কলেজ ছাত্রসংসদ ও ছাত্রলীগের অর্ধশত নেতৃবৃন্দ। সংস্কার কাজ শেষে সিনএনজি-অটোরিকশায় যাত্রী উঠানামা করার জন্য নির্দিষ্ট এই পার্কিং জোন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সড়ক দুর্ঘটনায় আহত মুরাদনগর এলাকার মাহিন উদ্দিন নামে এক যুবকের মাধ্যমে এই পার্কিং জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বদিউল খায়ের লিটন চৌধুরী, লোকমানুল হক তালুকদার, প্রবাসী মোহাম্মদ ইকবাল হোসেন, রাসেল চৌধুরী, নুরুল আজিম মনু, হাজী জফুর আলম, মোহাম্মদ ইলিয়াস, সালাউদ্দিন চৌধুরী, আবুল কালাম আবু, মো. ফোরকান, মাহবুব আলম সিকদার, শহীদুল ইসলাম সোহেল চৌধুরী, মহিউদ্দিন জয়, বাবলা তালুকদার, মো. সোহেল খাঁন, মো. হোসেন, মিনহাজ উদ্দিন, ওমর ফারুক সুজন, মো. রিয়াজ, জাবেদ হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশের ছাড়পত্র না নিয়ে গ্যাস স্টেশন স্থাপন
পরবর্তী নিবন্ধবারইয়ারহাটে হার্ডওয়ার দোকানে অগ্নিকাণ্ড