দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত ১ জন আসামী গ্রেপ্তার হয়েছে। তার নাম মো. হাবিব উল্লাহ প্রকাশ রাব্বি। তিনি কোদালা ইউনিয়নের ২নং ওয়ার্ড ধোপাঘাট গ্রামের আব্দুল ওয়াহেদ প্রকাশ আব্দুল হাকিমের ছেলে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গত ৩ আগস্ট রাত আড়াইটার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫০০০ টাকা অর্থ দণ্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দণ্ড রয়েছে। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।