রাঙ্গুনিয়ায় সরকারি হাসপাতালে একদিনে ৯ নরমাল ডেলিভারি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১২:১৬ অপরাহ্ণ

সিজার ছাড়াই স্বাভাবিক সন্তান প্রসব দিন দিন বৃদ্ধি পাচ্ছে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে। প্রতিদিনই প্রসূতিরা স্বাভাবিকভাবে সন্তান প্রসব করছেন। সর্বশেষ গত ২ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে একদিনে ৯ শিশু জন্মগ্রহণ করেছে। শুধু নরনাল ডেলিভারিই নয়, প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা করানো হচ্ছে সিজার।

এতে একদিকে হাসি ফুটছে মায়েদের মুখে এবং অন্যদিকে সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে ৩৮ শিশু নরমাল ডেলিভারির মাধ্যমে জন্মগ্রহণ করেছে। এছাড়া ২ শিশু জন্ম নিয়েছে সিজারের মাধ্যমে। হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. তাসনুভা নওশীন ও সিনিয়র স্টাফ নার্স হোসনে আরা বেগমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ নার্সদের আন্তরিকতা ও দক্ষতার কারণেই এটা সম্ভব হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুরোগ বিশেষজ্ঞ শাহেদ হোসেন বলেন, নরমাল ডেলিভারি মা ও শিশুর জন্য সবচেয়ে নিরাপদ।

আমরা চাই, প্রত্যেক মা নিজের শিশুকে নিরাপদে দেখতে পাবে। এটাই আমাদের দায়িত্ব এবং আনন্দ। ফরিদা বেগম নামে একজন মা বলেন, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের আন্তরিকতায় নরমাল ডেলিভারির মাধ্যমে আমার এক কন্যা শিশু জন্ম নিয়েছে। প্রথমদিকে ভয় লাগলেও, পরবর্তীতে সেই ভয় কেটে গেছে। মাস্টার আব্বাস আলী চৌধুরী মুন্না নামে এক মানবাধিকার কর্মী বলেন, গ্রামাঞ্চলে এখনো ঘরে ডেলিভারি করানো হয়। এতে বিপদ হওয়ার আশংকা থাকে।

তবে হাসপাতালে এনে নিরাপদে ডেলিভারি করালে সেই ভয় থাকে না। হাসপাতালে নিরাপদে ডেলিভারি হচ্ছে, এটা অবশ্যই ইতিবাচক। এতে তাদের একদিকে যেমন খরচ বাঁচছে অন্যদিকে প্রসবকারী মা ও নবজাতক সুস্থ থাকেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা জানান, হাসপাতালে নিরাপদে ডেলিভারি করানো হলে মৃত্যুর ঝুঁকি থাকে না, পাশাপাশি কোনো প্রকার অর্থও ব্যয় হয় না। হাসপাতালে গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী ও পরবর্তী চিকিৎসা ও পরমার্শ প্রদান করা হচ্ছে। এতে নিয়মিত নরমাল ডেলিভারির সংখ্যা বাড়ছে। এখানে কিছু অবকাঠামোগত সমস্যা রয়েছে। এসব বিষয় সমাধান করা গেলে সেবা আরও বাড়ানো যাবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় টেক্সির ধাক্কায় আহত যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধসমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর নামই লায়নিজম