রাঙ্গুনিয়ায় শ্রমিক লীগের আলোচনা সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৬ মে, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ রাঙ্গুনিয়া শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা সদর ঘুরে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি রতন দাশ।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। সাধারণ সম্পাদক এস এম সোহেল রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগ সদস্য মো. আকতার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহিম, রাঙ্গুনিয়া পৌরসভা আ.লীগের সভাপতি মো. আরিফুল ইসলাম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি মো. ইস্কান্দর মিয়া, মো. বাবুল হক, মো. এনায়েতুর রহিম, মো. শহীদুল্লাহ।

বক্তব্য দেন মো. মুসলিম উদ্দিন, মো. নুরুল ইসলাম আজাদ, মো. আব্দুল মান্নান, মো. ওবায়েদ চৌধুরী, মো. আব্দুল মোনাফ, মো. দানু মিয়া, মো. সালাউদ্দিন, মো. পেয়ারুল ইসলাম, মো. সেলিম, মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুল আজিজ, মোহাম্মদ ওয়াছির, মো. আলমগীর, মো. ইয়াকুব, রমিজৎ সাহা,রমা দাশ, স্বরবালা দে ঝুমকা দাশ, মো. আবু, মো. শওকত মো. আব্দুল আজিজ, মো. আব্দুল খালেক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধধর্মীয় অনুশাসন মেনে সমপ্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে
পরবর্তী নিবন্ধগরিব, দুস্থ ও অসহায়দের পাশে সাবেক মেয়র মনজুর আলম