রাঙ্গুনিয়ায় শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ১০:১৮ পূর্বাহ্ণ

বাফুফের ‘ওয়ান স্টার’ সনদ প্রাপ্ত রাঙ্গুনিয়ার শেখ রাসেল ফুটবল একাডেমির উদ্যোগে শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নোয়াপাড়া লায়েন্স ক্লাব ও উল্কা সংঘ ফুটবল দল। খেলায় প্রথমার্ধের উল্কা সংঘ ৬০ গোলের বিশাল ব্যবধানে নোয়াপাড়া লায়ন্স ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের শাহেদ আলম হ্যাটট্রিক করেন। দলের বিদেশি খেলোয়াড় মাগালা করেন দুটি গোল। বাকি গোলটি করেন ডেনিয়াল বাবু। এরআগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জিগারুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য খালেদ মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়ার শেখ রাসেল ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক এমরুল করিম রাশেদ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আহমদ আলী নঈমীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, ধর্ম সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জালাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক কাউছার নূর লিটন, সহ দপ্তর সম্পাদক হালিম আব্দুল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দুল আলম তালুকদার, সহ সভাপতি ওয়াহিদুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মাস্টার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরী, পৌর কাউন্সিলর নুরুল আবছার জসিম, কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা আবদুল করিম চৌধুরী, ক্রীড়ানুরাগী মোজাম্মেল হক ফরিদ, এএম বাবুল, আব্দুল সবুর, মো. সেলিম প্রমুখ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন উল্কা সংঘের শাহেদ আলম। তাকে সেরা খেলোয়াড়ের ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে ১৬টি দল অংশগ্রহণ করছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ ২১ জুলাই শুরু
পরবর্তী নিবন্ধটাউন ক্লাব ও কমরেডের জয়লাভ