রাঙ্গুনিয়ায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার জোন–৩ এর ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। রাঙ্গুনিয়া পৌরসভা, মরিয়মনগর, পোমরা ও বেতাগী ইউনিয়ন নিয়ে জোন–৩ গঠন করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র ও জোন–৩ ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শাহজাহান সিকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি আতাউল গণি ওসমানী। ক্রীড়া শিক্ষক মুক্তি সাধন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু, রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জাফর ছালেক সিকদার, সদস্য মো. আনোয়ার করিম সিকদার, মো. ইকবাল শাহ চৌধুরী, বিআইজেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি শীল, রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু সায়েম প্রমুখ। ৩২টি ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী ৯৬ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।