রাঙ্গুনিয়ায় যুব মহিলা লীগের কর্মীসভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলা লীগের এক কর্মী সভা মরিয়মনগর ইউনিয়ন পরিষদের হলরুমে গত বুধবার উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট রাহিলা চৌধুরী রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু। বিশেষ অতিথি ছিলেন মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, পারভেজ হোসেন, আবু নাছের কোরাইশী বাবুল, রিপু মুৎসুদ্দি, মরিয়ম নগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন বাদশা, যুব মহিলালীগ নেত্রী মৌসুমী আক্তার, সুমাইয়াতুন নূর বৃষ্টি, শিল্পী রানী ঘোষ, ইশরাত নৌরিন হ্যাপি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক তানভীর হোসেন, মো. রেজভী, মো. সোহেল প্রমুখ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া থেকে ড. হাছান মাহমুদকে আবারও বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধহাশিমপুর ইউনিয়ন আ.লীগের নবগঠিত কমিটির সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় পূজা মণ্ডপে ভূমিমন্ত্রীর অর্থ সহায়তা