রাঙ্গুনিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দু’জনের তিন মাসের কারাদণ্ড

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় মাদক সেবনকালে দুই ব্যক্তিকে ধরে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলার পোমরা ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন জিয়ানগর এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। জনস্বার্থে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান। অভিযানে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট শফিউল আলমের ছেলে মো. রাসেল (১৯) এবং রাউজান উপজেলার পাহাড়তলী উনশত্তর পাড়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. নয়ন (১৯)। ইউএনও মো. কামরুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানে দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মাদক নির্মূলে এবং সমাজকে সুস্থ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য এরআগেও সমপ্রতি উপজেলার বিভিন্ন এলাকায় আরও একাধিক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে প্রশাসন। এছাড়া মডেল থানা পুলিশ একাধিক মাদক স্পটে অভিযান চালিয়ে মাদক জব্দসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, মাদকমুক্ত রাঙ্গুনিয়া গড়তে আমরা বদ্ধপরিকর। নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ভেনটিলেটর ভেঙে ১৫ লাখ টাকার ক্যাবল চুরি