রাঙ্গুনিয়ার সরফভাটায় ৫ মামলার আসামি মো. মফিজকে (৪৫) খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাঙ্গুনিয়া থানার এসআই বিল্লাল হোসেন মামলাটি দায়ের করেন। মামলায় তোফায়েল (৪২) ও কামালসহ (৪১) ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১-২ জনকে আসামি করা হয়েছে। এসআই বিল্লাল হোসেন বলেন, দুটি মোটর সাইকেল নিয়ে ৫-৬ জন যুবক মফিজকে গুলি করতে যায় বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে একটি মোটর সাইকেল নম্বরহীন ছিল। অপরটির (চট্টমেট্টো-ল-১১২৩৬২) সামনে ইংরেজিতে প্রেস লেখা ছিল বলে উল্লেখ করেন তিনি। পুলিশ জানায়, মফিজকে গুলি করে ঘটনাস্থলে মোটর সাইকেল দুটি ফেলে যায় হত্যাকারীরা। পরে পুলিশ গিয়ে গাড়ি দুটি জব্দ এবং লাশ উদ্ধার করে। গতকাল ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে সরফভাটার স্থানীয় পুরাতন মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে পুলিশের মামলার ব্যাপারে জানতে চাইলে নিহতের স্ত্রী লাভলী আক্তার বলেন, আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। থানায় গিয়ে মামলা করার মত অবস্থা আমার নেই। তাই মামলা করা হয়নি। তাদের সংসারে ১৩, ১১ ও ৭ বছর বয়সী তিনজন কন্যা সন্তান রয়েছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিল্কী বলেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।












