রাঙ্গুনিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু। এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টার বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, যারা ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ায়, তারা দেশ ও জনগণের বন্ধু হতে পারে না। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা–কদমতলি ইউনিয়নের গীতাভবন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এর আগে এসপি সাইফুল ইসলাম উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন সার্বজনীন দুর্গা মণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইলিয়াছ সিকদার, উপজেলা ছাত্রদল এর সদস্য সচিব হেলাল আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক লিটন দেসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এসপি বলেন, কিছু মন্দিরে সম্পত্তি বা কমিটি নিয়ে বিরোধ থাকতে পারে। তবে সেটি চিন্তা করে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হলেও সব পূজা মণ্ডপকে সমানভাবে গুরুত্বপূর্ণ ধরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা ঘিরে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপ ও মন্দিরে সার্বক্ষণিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রতিটি মণ্ডপে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গুজব রোধে জেলা পুলিশের মিডিয়া সেল কাজ করছে।