রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙ্গুনিয়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে এবং দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম–২ এর সহযোগিতায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান রাঙ্গুনিয়া সরকারি কলেজের হলরুমে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা সভাপতি শিক্ষক নির্মল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। মূখ্য আলোচক ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম–২ এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ। অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে.এম. সুজা উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙ্গুনিয়ার সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ আবদুল মাবুদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।