রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর ছুরিকাঘাতে এক দিনমজুর খুন হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সিকদারপাড়া মিডে বাচা বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো. রহমত (৪৯) ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দিনমজুর রহমতের সাথে একই এলাকার মো. রেজাউলের পরিবারের জায়গা সংক্রান্ত বিরোধ ছিলো। এর বাইরেও ইট ভাঙানোর মজুরি নিয়েও এদিন রাতে দুই পরিবারের সাথে তাদের উঠানে কথা কাটাকাটি হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাদের থামালেও ঘাতক পরিবার লাঠি ও ছুরি হাতে আবারও বিরোধে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে রহমতকে প্রতিবেশীরা পেটে ছুরিকাঘাত করে বসে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েও খুনিদের পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত করা হবে এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।












