বন বিভাগের জায়গায় বেআইনিভাবে স্থাপনা নির্মাণের সময় বাধা দেওয়ায় রাঙ্গুনিয়ায় তিন বনকর্মীকে মারধর করেছে জনৈক ভিক্ষুর অনুসারীরা। গতকাল সোমবার সকালে পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া এলাকায় শতাধিক একর বনের জায়গা দখল করে গড়ে তোলা জ্ঞানশরণ মহাঅরণ্য বৌদ্ধবিহারে আবারও স্থাপনা নির্মাণের সময় বাধা দিতে গেলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হন রাঙ্গুনিয়ার খুরুশিয়া বনবিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার (৫৫), বন প্রহরী আলী আকবর খান (৩৫) ও আবু তাহের (৫৪)। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেছে বন বিভাগ। খবর বাংলানিউজের।
খুরুশিয়া বনবিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার বলেন, বনকর্মীদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ইট ও ইটের খোয়া জব্দ করলেও স্থাপনা নির্মাণের জন্য আনা সিমেন্ট ছিনিয়ে নিয়ে যায় শরণাংকরের অনুসারীরা।রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বনকর্মীদের ওপর হামলার ঘটনায় বন বিভাগের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে।