রাঙ্গুনিয়ায় খোরশেদ আলম (২৮) নামে এক রাজমিস্ত্রীকে বাড়ি ফেরার পথে জবাই করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল বুধবার সকালে নিহতের পিতা আবদুল খালেক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিবাদী করে রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিল মোগল তালুকদার পাড়া মসজিদের পাশে নিহতের বাড়ি থেকে মাত্র ৭০ ফুট দূরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে চিৎকার শুনে তারা ছুটে গিয়ে মসজিদের পাশে খোরশেদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। তার লাশের পাশে দুটি বিস্কুটের প্যাকেটও পড়ে ছিল। নিহতের স্ত্রী ইমু আক্তার (২০) জানান, তার স্বামী প্রতিদিনের মতো সন্ধ্যায় দোকান থেকে বিস্কুট নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে হঠাৎ চিৎকার শুনে জানালা দিয়ে তাকিয়ে দেখি দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর জানতে পারি, মসজিদের পাশে আমার স্বামীর মরদেহ পড়ে আছে। স্থানীয় ইউপি সদস্য নুরজাহান জানান, খোরশেদ আলম প্রায় তিন বছর আগে বিয়ে করেন। তার অন্য ভাইয়েরা প্রবাসে থাকেন।
এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে জবাই করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে খুন করেছে বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে থানায় হত্যা মামলা নেয়া হয়েছে। তবে কী কারণে কারা এই ঘটনা ঘটিয়েছে সেই ব্যাপারে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দেহভাজনদের। আশা করি দ্রুত এই ঘটনার রহস্য উদঘাটন হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।