রাঙ্গুনিয়ায় চার মাদকসেবীকে কারাদণ্ড

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:৫৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নের লিচুবাগান ফেরিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান। অভিযানে সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মিজানুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

দণ্ডপ্রাপ্তরা হলেনচন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মো. রেজাউল করিম, নবগ্রাম এলাকার মো. ইউসুফ, একই এলাকার মো. শাকিল ইসলাম এবং রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগরের মো. জাহেদ হোসেন। এদিকে চন্দ্রঘোনা শ্যামাপাড়া এলাকায় কাঞ্চন দাশ নামে এক ব্যক্তিকে মাদকসহ ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় গ্যাস লাইনের পাইপ লিকেজে বৈদ্যুতিক খুঁটিতে আগুন
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি ইংরেজি বিভাগে ‘ইগবো ফেস্ট’