রাঙ্গুনিয়ায় চারদিন ধরে মাদ্রাসাছাত্র নিখোঁজ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ৪:১৯ অপরাহ্ণ

চারদিন ধরে মোহাম্মদ সোহান (১১) নামে রাঙ্গুনিয়ার এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। গত ৩০ মে সে নিখোঁজ হলেও গতকাল বুধবার পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ সোহান রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের হিলাগাজী পাড়া এলাকার আলম শাহ এর ছেলে।
তিনি বলেন, তার ছেলে রাউজানের বাগোয়ান ইউনিয়নের গশ্চি মোহাম্মদীয়া সুন্নীয়া মাদ্রাসা ও হেফজখানায় অধ্যয়নরত। ওই মাদ্রাসা থেকেই গত ৩০ মে সকাল ৯টা থেকে সে নিখোঁজ হয়। তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজেও সন্ধান মিলেনি। এই ব্যাপারে গত ১ জুন রাঙ্গুনিয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তার সন্ধান পেলে ০১৮২৪৪৫৪৭২৭ নম্বরে যোগাযোগের অনুরোধ জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধলামায় ফেসবুকে হতাশাগ্রস্ত যুবকের সুইসাইড স্ট্যাটাস পুলিশ হস্তক্ষেপে রক্ষা
পরবর্তী নিবন্ধহাঙ্গর খালে অবৈধভাবে বালু উত্তোলন, যুবক আটক