রাঙ্গুনিয়ায় গাজী রশিদিয়া পাড়া ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৪৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় উপজেলার মরিয়মনগর ইউনিয়নের গাজী রশিদিয়া পাড়া ক্রীড়া একাদশ ও প্রবাসীদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মরিয়মনগর কর্ণফুলী মাঠে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। খেলায় মরিয়মনগর মাইজপাড়া কর্ণফুলী ক্লাব ১০ গোলে শিলক ঊষার আলো ক্রীড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াজারহাট এসকে টেলিকম এর পরিচালক মো. মহিউদ্দিন পারভেজ। প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়ায় মডেল থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম। ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. আজগর হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, ইউপি সদস্য এনামুল করিম সিকদার, হাজী আবু সালেহ, আলম শাহ তালুকদার, মো. এরশাদ আলম, মুবিনুল হক লেদু সোহেল খান, আয়োজক কমিটির তাজউদ্দীন সুমন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপাইকারি আড়তদার সাকিব আল হাসান!
পরবর্তী নিবন্ধটাইগারদের অপেক্ষা চলছেই, অনুশীলনে বিরতি