রাঙ্গুনিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বাইসাইকেল উপহার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৯:৪৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য এলাকা ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় রাঙ্গুনিয়া উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব বাইসাইকেল শিক্ষার্থীদের মাঝে হস্তান্তর করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সরকারি নানা সুযোগসুবিধা দিয়ে থাকেন। রাঙ্গুনিয়ায় সরকারিভাবে তাদের মাঝে ৫টি ঘর ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আরও ৫টি ঘর দেওয়া হবে। এরআগে তাদের ৩২৫ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়েছিলো। এছাড়া তাদের নিয়মিত নানা ভাতা সুবিধা দেয়া হচ্ছে। এভাবে নানা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। এতে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, সাংবাদিক জগলুল হুদা, সাধন চাকমা, বিপর্সি তংচংগ্যা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তন রোধে ভোগবাদী জীবন পরিহার করতে হবে
পরবর্তী নিবন্ধসকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে