বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের স্মরণে রাঙ্গুনিয়ায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সরফভাটা ইউনিয়নে এ প্রতিযোগিতার আয়োজন করে চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। প্রতিযোগিতায় সাঁতার, বিস্কুট দৌড়, চোখ বেঁধে হাঁস ধরা ও ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি। আয়োজনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। অতিথি ছিলেন জেলা যুবদলের সহসভাপতি বেলাল উদ্দিন বেলাল, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন সুজন, সেকান্দর হোসেন রানা, রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক আবদুল শুক্কুর, সাবেক সদস্য সচিব মাহবুব আলম,আবদুল সাত্তার, রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব মহসিন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নুর তালুকদার মনি, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ মোরশেদ রবিন, জেলা ছাত্রদলের সহসভাপতি গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া টিটু, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা সজীব, কপিল উদ্দিন প্রমুখ। শেষে সাতার, হাঁস ধরা, বিস্কুট ও ফুটবল খেলায় বিজয়ী ও অংশ নেওয়া খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।












