তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পক্ষে রাঙ্গুনিয়ায় করোনাভাইরাস প্রতিরোধক দুটি বুথ স্থাপন করা হয়েছে। বুথ দুটিতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়াসহ পুরাতন মাস্ক রেখে বিনামূল্যে নতুন মাস্ক নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তথ্যমন্ত্রীর পক্ষে বুথ দুটি স্থাপন করেন উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সাঈদ মাহমুদ রণি। গতকাল শনিবার দুপুরে রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজারে স্থাপিত করোনা প্রতিরোধক বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা যুবলীগের লীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সিনিয়র সহ সভাপতি ডা. পংকজ দে, যুবলীগ নেতা সোহেল খান, সংগঠনের যুগ্ম সম্পাদক উৎস দাশ, পৌরসভার সভাপতি মোহাম্মদ জাবেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আদনান আরফাত প্রমুখ। এরআগে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট এলাকায় আরও একটি করোনা বুথ স্থাপন করা হয়েছিল। পর্যায়ক্রমে রাঙ্গুনিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আরও বুথ স্থাপন করা হবে বলে নেতৃবৃন্দ জানান। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ আলমগীর।