রাঙ্গুনিয়ায় একাধিক মামলার আসামি বাবুল গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

 

 

রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী সরফভাটা এলাকার বাবুল গ্রুপের প্রধান খালেক নেওয়াজ ওরফে বাবুলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতিসহ গৃহকর্তার উপর হামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। গতকাল সোমবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। গ্রেপ্তার বাবুল সরফভাটা পাইট্টালিকুল বদি চেয়ারম্যান বাড়ির জেবল হোসেনের ছেলে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম বলেন, শীর্ষ সন্ত্রাসী বাবুল দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদে খবর পেয়ে রোববার রাতে অভিযান চালিয়ে সরফভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় ২০০৩ সালে ডাকাতি, ২০০৬ সালে ডাকাতি ও ডাকাতিসহ গৃহকর্তার উপর হামলা এবং সিএমপির বন্দর থানায় ডাকাতি, ডাকাতিসহ হামলা ও তার কাছ থেকে ডাকাতির মালামাল উদ্ধারের ঘটনায় পৃথক মামলা রয়েছে। এছাড়া এলাকায় আরও নানা সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগও রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধড. ইউনূসের বিরুদ্ধে শ্রম মামলা স্থগিত
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে হিজড়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার