বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার আয়োজনে মাহে রবিউল আওয়ালকে স্বাগত জানিয়ে র্যালি গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা লিচুবাগান থেকে শুরু হয়ে দীর্ঘ কয়েক কিলোমিটার প্রদক্ষিণ করে পোমরা খাঁ মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। এতে মোটরসাইকেল, পিকআপ ভ্যান, সিএনজি অটোরিকশাসহকারে যোগ দেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। র্যালি শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মুফতি সৈয়দ মাওলানা অসিয়র রহমান আলকাদেরী। রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এম ইকবাল হাছান। জুলুস প্রস্তুতি কমিটির আহবায়ক মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য গোলামুর রহমান আশরাফ শাহ, অধ্যক্ষ মাওলানা জরিফ আলী আরমান, অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসাইন, এইচ এম শহীদুল্লাহ্, মুহাম্মদ এমরান হোসাইন পিয়ারু, মাওলানা করিম উদ্দীন নূরী, মাহামুদুর রশিদ মাসুদ, মুহাম্মদ শাহ শাওন, আবদুল কাদের, হাফেজ আব্দুর রহিম, মুহাম্মদ ছানাউল্লাহ, মাওলানা কোরবান আলী নূরী, মুহাম্মদ জামাল উদ্দীন, মুহাম্মদ দিদারুল আলম, আজিম উদ্দিন আহমেদ, মুহাম্মদ মিজানুর রহমান, আব্দুস শাকুর, শহিদুল ইসলাম খোকন, শাহ এমরান রণি, জয়নাল আবেদীন প্রমুখ।