রাঙ্গুনিয়ায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী।
রাঙ্গনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের চৌধুরী লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খাঁন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম, শিক্ষক মোসলেম উদ্দিন, আনন্দ বড়ুয়া, মুক্তি সাধন বড়ুয়া প্রমুখ। প্রতিযোগিতার ৩২টি ইভেন্টে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে এসব ইভেন্টে বিজয়ী ১১৪জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।