রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধ ও বেতাগীতে পুলিশ ক্যাম্প স্থাপনসহ ৬ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ গত শুক্রবার দুপুরে ইউনিয়নের মির্জাখীল বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বেতাগী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন অধ্যাপক আজম খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, সুলাইমান কালু, মুহাম্মদ আবসার, এস এম ইফতেখার উদ্দিন, মুহাম্মদ এনামুল হক, মাহাবুব তালুকদার, ইঞ্জিনিয়ার মামুন, আকবর আলী, সাহেদ তালুকদার, আরিফ উদ্দিন, জাবেদ হোসেন, দৌলত, মোরশেদ আলম, জিয়া শিবলু, শাহাদাৎ চৌধুরী, আশারাফ চৌধুরী, জিয়া রাকিব, মো. হাবিব, সাইমন জাকারিয়া, ফোরকান উদ্দীন, মো. ইমন, মো. সাহেদ, আবু তালেব আকাশ, সাইমন মির্জা, মো. রাকিব, মো. সোহেল, মো. সুজন, মো. মাজার, মো. মোতালেব প্রমুখ।
বিক্ষোভ কর্মসূচিতে এলাকার সহস্রাধিক নারী–পুরুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ছয় দফা দাবির মধ্যে রয়েছে–কর্ণফুলী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, পুলিশ ক্যাম্প স্থাপন, বালুর ইজারা বন্ধ, বিভিন্ন অনৈতিক কাজে জড়িত দুষ্কৃতীদের গ্রেফতার ও বিচার নিশ্চিতকরণ, বন–নদী ও পরিবেশ রক্ষা, নদীতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে অবৈধ বাল্কহেড বন্ধ করা। শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।