রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের হলরুমে শনিবার (২ আগস্ট) বিকালে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মো. আরিফুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব প্রফেসর ড. এ.কে.এম সামছু উদ্দিন আজাদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সহকারী সচিব আশরাফুল আলম তাসনীম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আবদুল করিম চৌধুরী, অভিভাবক সদস্য আবদুল মান্নান শাহ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য। সংবর্ধিত অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ফুলব্রাইট অ্যাওয়ার্ড অর্জনকারী সালসাবিল করিম চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের হেনড্রিঙ কলেজ থেকে প্রেস্টিজিয়াস ‘হ্যাস মেমোরিয়াল স্কলারশিপ’ অর্জনকারী মুমতাহিনা করিম মীম। সঞ্চালনা করেন শিক্ষক প্রতিনিধি শওকত হোসাইন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়া শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়।