রাঙ্গুনিয়ার সমপ্রীতি ও নিরাপত্তা রক্ষা করা আমার দায়িত্ব

চন্দ্রঘোনায় মতবিনিময় সভায় ডা. রেজাউল করিম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম গতকাল সোমবার চন্দ্রঘোনা মহাজন বটতলে ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় তিনি এলাকার হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী সমপ্রদায়ের খোঁজখবর নেন এবং তাদের নিরাপত্তা, অধিকার, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সমপ্রীতি রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় ডা. রেজাউল করিম বলেন, রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষ আমার পরিবার। এই অঞ্চলে শান্তি, সমপ্রীতি ও নিরাপত্তা রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, আপনাদের ধর্মীয় উৎসব, পূজামণ্ডপ, উপাসনালয় ও সাংস্কৃতিক আয়োজনগুলোকে সরকারি প্রতিটি সহযোগিতা দিয়ে আরও নিরাপদ করা হবে। আপনাদের সন্তানদের শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের মান বাড়াতে বিশেষ পরিকল্পনা নিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগাং এরিস্টোক্র্যাটের ইনোভেটিভ বিজনেস আইডিয়া কনটেস্ট ও চার্টার নাইট
পরবর্তী নিবন্ধচবি উপাচার্যের সঙ্গে মেরিন সায়েন্স ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলনে আগত গবেষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ