রাঙ্গুনিয়ার শহীদ জিয়ানগর স্কুলে সততা স্টোর চালু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম২ এর সহযোগিতায় এটি চালু করা হয়। গত ১৪ আগস্ট সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদুল আলম। প্রধান অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক এবং রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. আবদুল মাবুদ। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারুল ইসলাম, ওমর ফারুক, শিক্ষক জাফর উদ্দিন, এস এম ওসমান গনি, রাজু প্রসাদ বড়ুয়া, জেসমিন সুলতানা, মুহাম্মদ আবদুল হামিদ, লক্ষ্মী বড়ুয়া, এস এম এরশাদ মাহমুদ প্রমুখ। শেষে স্কুলের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষার্থীদের হাতে সততা স্টোরের মালামাল হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনগরে ‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে জুতা নিক্ষেপ
পরবর্তী নিবন্ধমমতাজের পিএস জুয়েলসহ গ্রেপ্তার ৬