রাঙ্গুনিয়ার মাহবুব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর মাহবুব হত্যা মামলার পলাতক আসামি দিদারুল আলম প্রকাশ দিদারকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব৭।

গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। দিদার ওই এলাকায় আবদুর রহমানের ছেলে।

সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর মামলাটির আসামি দিদার দীর্ঘ আট বছর ধরে পলাতক ছিলেন। একপর্যায়ে তাকে গ্রেপ্তারে কাজ শুরু করে র‌্যাব। গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে র‌্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরে তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম জানান, হত্যা মামলার আসামি দিদারকে গ্রেপ্তার করে র‌্যাব থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে মোট তিনটি মামলার পরোয়ানা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৬ নভেম্বর রাঙ্গুনিয়ার ইসলামপুরের গলাচিপা এলাকায় চায়ের দোকান থেকে মাহবুব আলমকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। তাকে প্রথমে লোহার রড দিয়ে বেধড়ক পেটানো হয় এবং পরে পায়ের গোড়ালি কেটে দেওয়া হয়। সবশেষ মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয়। এ ঘটনায় ওই বছরের ২১ নভেম্বর রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। ঘটনার পর র‌্যাব এই ঘটনার বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধশুদ্ধাচার পুরস্কার পেলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি
পরবর্তী নিবন্ধসম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক কমিটি গঠন