১৫ মামলায় অভিযুক্ত আসামি বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু শরণাংক আবারও রাঙ্গুনিয়ায় প্রবেশের পাঁয়তারা শুরু করায় এলাকাবাসী প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে। এই প্রতিবাদী কর্মসূচির ডাক দেয় মুসলিম উম্মাহ ঐক্য পরিষদ নামে একটি সংগঠন। গতকাল বুধবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া বাজারে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ হাকিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন মানবাধিকার কমিশনের সভাপতি মুহাম্মদ বদিউজ্জামান বদি।
প্রধান বক্তা ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন রাজারহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আক্কাস মিয়া, ফলাহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।