মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হারের দিক থেকে রাঙ্গুনিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ উপজেলার ৪১টি স্কুলের মধ্য থেকে প্রথম হয়েছে। তাদের ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ জন পাস করেছে। পাসের হার ৮৯.৬৯ শতাংশ এবং ৮ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে। সম্প্রতি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ। এই সংবর্ধনা শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনে অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান শিক্ষিকা শামীম আক্তার। সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ কিশোর কুমার বড়ুয়া বলেন, “আমরা স্কুলের প্রতিষ্ঠাতাবৃন্দ রাঙ্গুনিয়ায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও ভালো মানুষ গড়ার লক্ষে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।” এসময় পরিচালনা কমিটির সদস্য আবদুল করিম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।