রাঙ্গুনিয়ার আ.লীগ নেতা সাহাব মিয়া গ্রেফতার, এলাকায় মিস্টি বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ১০:৫১ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সাহাব মিয়া তালুকদার (৫৮) গ্রেফতার হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) দিনগত রাত ২টার দিকে ডিবি পুলিশের বিশেষ অভিযানে নগরীর বালুছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাহাব মিয়ার বিরুদ্ধে এক ডজনের উপর বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

তিনি ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বাছুর মোহাম্মদ পাড়া এলাকার মৃত নুরুল হক তালুকদারের ছেলে। তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতার সাহাব মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে সাহাব মিয়া গ্রেফতার হওয়াতে এলাকায় মিস্টি বিতরণ করেন ভুক্তভোগীরা। গ্রেফতার সাহাব মিয়ার বড় ভাই মো. আবছার এতে অংশ নেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেস্টুন হাতে সড়কে দাঁড়িয়ে অবস্থান নেন।

এসময় তিনি জানান, ক্ষমতার অপব্যবহার করে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি ও শারীরিক নির্যাতন করেছে সাহাব মিয়া। তার বড় মেয়ে গ্রেফতার সাহাব ময়ার আপন ভাতিজি হওয়া স্বত্ত্বেও তাকে মেরে হাত ভেঙে দিয়েছিলো। এটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে সাহাব মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামপুর ইউনিয়ন যুবদল নেতা মো. ইলিয়াস। তাকে অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাসিয়ে গ্রেফতার করানোসহ নানাভাবে নির্যাতন-হয়রানি করেছে। এছাড়া উত্তরজেলা যুবদল নেতা নাজিম উদ্দীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কামরুল পারভেজ, উপজেলা ছাত্রদলের নেতা জমিরসহ আরও একাধিক বিএনপি নেতৃবৃন্দের মিথ্যা মামলা দিয়ে ফাসিয়েছেন বলে অভিযোগ করেন তিনি

এলাকায় সাহাব মিয়ার বিরুদ্ধে জমি দখল, ইটভাটা করতে গিয়ে জোরপূর্বক নিরীহ মানুষের ফসলিজমির মাটি খনন করে নিয়ে যাওয়াসহ আরও একাধিক অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধপ্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তম আর নেই
পরবর্তী নিবন্ধ‘হাসিনার মত কোন স্বৈরাচারকে জনগণ আগামীতে মেনে নিবে না’