রাঙ্গুনিয়া ও পেকুয়ায় ৪ ইটভাটায় অভিযান, জরিমানা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া ও কক্সবাজারের পেকুয়ায় ৪টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন। গতকাল সোমবার সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়। ভেঙে দেওয়া হয় একটি ভাটার চিমনি।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন একটি ইটভাটার ক্ষতিকর ড্রাম চিমনি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে এবং পাশের অন্য একটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকালে উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় অনুমোদনহীন ইটভাটা পরিচালনায় পরিবেশ ধ্বংসকারী ড্রাম চিমনি দ্বারা ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহার করায় একটি ইটভাটার ক্ষতিকর ড্রাম চিমনি ধ্বংস করা হয়। এছাড়াও একই এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে ধ্বংস করা, জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার ও কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে অন্য একটি ইটভাটাকে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন,২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ছয় লাখ টাকার অর্থদণ্ড করা হয়। পরিবেশ রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

পেকুয়া : পেকুয়া প্রতিনিধি জানান, পৃথক অভিযানে অবৈধ দুইটি ইটভাটা সিলগালা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর নেতৃত্বে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী এলাকায় লাইসেন্সবিহীন এবিএম ইটভাটা সিলগালা করা হয়। একই সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগমের নেতৃত্বে বারবাকিয়া ইউনিয়নে লাইসেন্সবিহীন আরবিএম ইটভাটাটিও সিলগালা করা হয়। এ সময় ইট প্রস্তুত কাজে ব্যবহৃত ৪টি মেশিন জব্দ ও আরবিএম ভাটার মালিককে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশাহবাগে চাকরি প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ
পরবর্তী নিবন্ধসাত বছরের সাজা এড়াতে ৭ বছর ধরে পলাতক