রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রাজানগর আরএবিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজানগর ইউপি চেয়ারম্যান এবং বিদ্যালয়টির সভাপতি ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু ছৈয়দ, আওয়ামী লীগ নেতা আবু জাফর, আজাদ নূর তালুকদার, শাহ আলম, শেলি দাশ, দিলুয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারকসহ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।