রাঙ্গুনিয়ার মরিয়ম নগর গুমাইবিল বুদ্ধ মহাধাতু চৈত্যর প্রতিষ্ঠাতা পরিচালক শীলানন্দ মহাস্থবিরের উপস্থিতিতে দানোত্তম কঠিন চীবর দান উদ্যাপিত হয়। গত ৩১ অক্টোবর ও গতকাল ১ নভেম্বর এ উৎসবের আয়োজন করা হয়। এ সময় উপাসক–উপাসিকাদের উদ্দেশে ধুতাঙ্গ ভান্তে বলেন, মানুষের ভিতরে যে সমস্ত লোভ, দ্বেষ মোহ, হিংসা, অহংকার, ক্রোধ, মান অভিমান অবিদ্যা তৃষ্ণার প্রবণতা ও পৃথিবীতে মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ দু:খ দুর্দশা অভাব অনটন আর অস্থিরতা এগুলো থেকে পরিত্রাণ পেতে হলে, অহিংসা, ক্ষমা, মৈত্রী, বৈর্য, সহ্য, আত্মত্যাগ, আত্মসংযমতা ও প্রস্তার অনুশীলনের মাধ্যমে তৃষ্ণা ক্ষয় করে প্রত্যেকে নির্বাণ লাভের কর্ম সম্পাদনে ব্রতী হওয়া একান্ত আবশ্যক।
এতে সভাপতিত্ব করেন ধর্মসেন মহাস্থবির। অনুষ্ঠানে উদযাপন পরিষদের পক্ষে সভাপতি অনজন কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বক্তব্য দেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ব্যাংকার রূপায়ন বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।