রাঙ্গুনিয়ার ওমর বিন খাত্তাব (রাঃ) নুরানী মাদ্রাসায় ক্বেরাত মাহফিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৬:৩৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল হযরত ওমর বিন খাত্তাব (রাঃ) নূরানী মাদ্রাসা, জামে মসজিদ, এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের আয়োজনে দুইদিনব্যাপী আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল ও বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও প্রতিযোগিতা গত মঙ্গলবার শেষ হয়েছে। এর আগে সোমবার (২৫ নভেম্বর) প্রথম দিন সকাল থেকে ক্বেরাত, হাদিস, দোয়া, হামদ ও ছড়া প্রতিযোগিতা এবং দুপুর থেকে মাদ্রাসা ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে আকর্ষণীয় নূরানী প্রদর্শনী প্রাক্টিক্যালে মঞ্চে দেখানো হয়। এদিন শিক্ষার্থীরা মঞ্চে কালিমা প্রদর্শনী, ওযু করার ত্বরীকা প্রদর্শনী, ঈদুল ফিতরের নামাজ ও খুতবা প্রদর্শনী, মৃত ব্যক্তির গোসল করার নিয়ম প্রদর্শনী, মৃত ব্যক্তির কাফনের কাপড় পরানোর প্রদর্শনী, মুসাফির সম্পর্কিত প্রদর্শনী, আসমা উল হুসনা প্রদর্শনী, সালাতুত তাসবীহ নামাজের নিয়ম প্রদর্শনী এবং ইংরেজীতে কথোপকোথন প্রদর্শনী করা হয়।

শিক্ষার্থীদের ইসলামিক এসব প্রদর্শনী দেখতে ভীড় করেন অভিভাবক ও স্থানীয়রা। মাদ্রাসাটিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুগপোযোগী আধুনিক শিক্ষা দেয়া হয় বলে জানান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী মাওলানা মুহাম্মদ ইসমাইল ও প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ শাহজাহান।

পূর্ববর্তী নিবন্ধটঙ্গীর তুরাগ তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
পরবর্তী নিবন্ধপ্রগতিশীল নাগরিক সমাজের শোকসভা