রাঙ্গুনিয়ায় ৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার কর্ণফুলী নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। অভিযানে সহায়তা করেন উপজেলা মৎস্য কমকর্তা সুজাত কুমার চৌধুরী, মৎস্য দপ্তরের মাঠ সহকারী মো. ওবাইদুল হক, লিফক্যাচিংনু মারমাসহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান মৎস্য কমকর্তা সুজাত কুমার।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবাস্তব জগত আর রূপকথার জগতের সমন্বয়ে তৈরি হয়েছে নতুন ভুবন